1. almasbepary52@gmail.com : Almas Bepary : Almas Bepary
  2. musafirmostofa2@gmail.com : Nazmul Hossain : Nazmul Hossain
  3. rajkutir17@gmail.com : Abu Sayed : Abu Sayed
  4. admin@ajkalbd.news : Admin : Admin
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
ব্রেকিং নিউজ:

ফেরি থেকে নামতে গিয়ে ভিড়ের চাপে ৫ যাত্রীর মৃত্যু।

  • প্রকাশিত : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩০১ বার পড়া হয়েছে

মাদারীপুরের বাংলাবাজারে দুটি ফেরি থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ভিড়ের চাপে পাঁচজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পদদলিত হয়ে আহত হয়েছে অর্ধশতাধিক।

ওই ঘাটে ফেরিতে ওঠার জন্য অপেক্ষায় থাকা একটি অ্যাম্বুলেন্সে অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় মৃত্যু হয়েছে রোগীর।

শিবচর উপজেলার বাংলাবাজার ফেরিঘাটে বুধবার দুপুরে এসব ঘটনা ঘটে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন এই তথ্যগুলো নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে বাংলাবাজার পৌঁছায় এনায়েতপুরী নামের রো রো ফেরিটি। তিন নম্বর ফেরিঘাটে এটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে চারজন অসুস্থ হয়ে পড়েন।

ফেরির পন্টুনেই তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তার নাম নিপা বেগম, বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়।

ফেরি থেকে নামার সময় অতিরিক্ত ভিড়ে অসুস্থ হন এই ব্যক্তিরা
ওসি আরও জানান, এর আগে বুধবার বেলা ১১টার দিকে এই ঘাটেই শাহ পরান নামের আরেকটি রো রো ফেরি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে এক কিশোর অসুস্থ হয়ে পন্টুনে মারা গেছে।

তার নাম আনছার মাদবর, বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কালিকা প্রসাদ গ্রামে।

এনায়েতপুরী ফেরির যাত্রী নুর ইসলাম বলেন, ফেরিটি শিমুলিয়া ঘাটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল। প্রচণ্ড গরম আর অতিরিক্ত যাত্রীর কারণে তাদের এমনিতেই দম বন্ধ হয়ে আসছিল। ফেরিটি বাংলাবাজার ঘাটে আসলে নামার জন্য হুড়োহুড়িতে বেশ কয়েকজন পদদলিত হন। তীব্র গরমে হিট স্ট্রোক ও শ্বাস বন্ধ হয়ে কয়েক জন মারা যান।

মৃত নিপার সঙ্গে থাকা এক কিশোর জানান, তিনি তার মা। সে জানায়, ফেরি চলার সময় ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন তার মায়ের উপর পড়ে। এ ঘটনার কিছুক্ষণ পর আবার ধাক্কাধাক্কি শুরু হলে তার মাকে হারিয়ে ফেলেন। ঘাটে ফেরি ভিড়লে মায়ের লাশ দেখতে পান তিনি।

হুড়োহুড়িতে অসুস্থ হয়ে মৃত্যু হয় এক কিশোরের
দুপুরেই ওই ঘাটে ফেরিতে ওঠার জন্য দীর্ঘ সময় অপেক্ষায় থাকা একটি অ্যাম্বুলেন্সে অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় মৃত্যু হয় রোগীর।

তিনি হলেন বরিশালের হিজলা উপজেলার হারুন মিয়া।

ওসি মিরাজ জানান, সবকটি মরদেহ এখন বাংলাবাজার ঘাটে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright: 2020 -2023 “দৈনিক আজকাল” রাজ কুঠির একটি অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Fahim Mahmud