মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাওসার (২৬) নামে এক রেস্টুরেন্ট কর্মচারী মারা গেছে। এসময় আহত হয়েছে আরো ১ জন। নিহত কাওসার ঢাকা নবাবগঞ্জের ভাওডুবি গ্রামের ফজেল হকের ছেলে।
শনিবার (৫ জুন) বিকাল ৬ টার দিকে শহরের লেকের পাড়ের লবঙ্গ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। মাদারীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, লবঙ্গ রেস্টুরেন্টে কিচেন রুমে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় কাওসার ও রানা আহত হয়। রানার ডাক চিৎকারে হোটেল মালিক ও কর্মচারীরা কাওসারকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রেস্টুরেন্ট মালিক মাসুদ জানায়, কাওসার আমার রেস্টুরেন্টে ডিস ওয়াসের কাজ করে। ঘটনার সময় ও সে কাজ করছিলো। হঠাৎ কিচেন রুম থেকে চিৎকার চেচামেচি শুনে এগিয়ে দেখি কাওসার নিচে পড়ে আছে। পরবর্তীতে কাওসারকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই।
রানা নামে আরেক কর্মচারী জানায়, কাওসার তার পাশের কাজ করছিলো হঠাৎ করেই কাওসার সাইডে গ্যাসের সিলিন্ডারের ওপর কাত হয়ে পড়ে যায়। তাকে ধরতে গিয়ে সেও বিদ্যুতের শক খায়। পরবর্তীতে সে চিৎকার দিলে সবাই এগিয়ে এসে কাওসার কে হাসপাতালে নিয়ে যায়।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম মিয়া জানায়, লবঙ্গ রেস্টুরেন্টে বিদ্যুৎতের শক খেয়ে কাওসার নামে একজন মারা গেছে। রানা নামে আরো ১ জন আহত হয়েছে প্রাথমিক চিকিৎসায় সে এখন সুস্থ আছে।