বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ১০ আগস্ট মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর সদর রোড ও বাটার গলি এলাকা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ মহিউদ্দিন আল হেলাল এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান অভিযানে নগরীর বাটার গলি এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট ব্যাবহার করে সেবা গ্রহীতার জীবন হানিমূলক কার্যের জন্য দন্ডবিধি ১৮৬০, ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ মোতাবেক সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক কে ৩০ হাজার টাকা এবং একই অপরাধে গ্লোব ডায়াগনস্টিক কে ৪০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
এছাড়া স্বাস্থ্য বিধি অনুসরন না করায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।