পাহাড়ী ঢল আর গত কয়েকদিনের সৃষ্ট বৃষ্টিপাতের কারনে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। কুশিয়ারা নদীর পানি ডাইকের উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারনে নবীগঞ্জ উপজেলার ৩ নং ইনাতগঞ্জ ইউনিয়নের প্রতিটি গ্রামে পানি ডুকে প্রবল বন্যার সৃষ্টি করেছে। তলিয়ে গেছে গ্রামীন জনপদের রাস্তাঘাট। ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর, মোস্তফাপুর, দক্ষিণ গ্রাম, প্রজাতপুর, লালাপুর, কইখাই, লতিবপুর, তপথিবাগ, মনসুরপুর, আগনা, বাউর কাপন, রমজানপুর, বানিউন, ইনাতগঞ্জ বাজারসহ ৩০/৩৫ টি গ্রামে পানি প্রবেশ করেছে। তাছাড়া ইনাতগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সড়কে পানি উঠেছে যার ফলে চলাচল করতে সমস্যা হচ্ছে। এদিকে বন্যায় যাদের বাড়ীঘরে পানি উঠেছে তাদের জন্য ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়, ইনাতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোস্তফাপুর আলিম মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে আশ্রয় নিয়েছেন বন্যাকবলিত পরিবারের লোকজন। (২১ জুন) মঙ্গলবার দুপুরে মোস্তফাপুর আলিম মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে হোম ফাউন্ডেশন লন্ডন এর পক্ষ থেকে বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ডের মেম্বার গোলাম হায়দার, কনর উদ্দিন, টিপু সুলতান, শামুন আহমেদ, কাওসার আহমেদ প্রমুখ