মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে কালকিনি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, র্যালি, আলোচনা সভা, দোয়া-মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি তাহমিনা বেগম এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এমপি।
এছাড়া উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ,কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ,পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার, উপজেলা কৃষকলীগের আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান এমদাদুল হক সরদার,উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. বেল্লাল হোসেন, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক কাউন্সিলর মোঃ ইউনুস আলী হাওলাদার, রমজানপুর ইউপি চেয়ারম্যান মিল্টন ইব্রাহিম,উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন,সাধারণ সম্পাদক মোঃ শাহিন ফকির,পৌর ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিল সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।