নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে মহাত্মা গান্ধীর ৭৫তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।সোমবার দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহাত্মা গান্ধীর ৭৫তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষ্যে আজ দুপুরে সোনাইমুড়ী উপজেলার জয়াগস্থ গান্ধী আশ্রম ট্রাস্ট প্রধান কার্যালয় ক্যাম্পাসে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান্ধী আশ্রম ট্রাস্টের নির্বাহী পরিচালক রাহা নব কুমারের সঞ্চালনায় ও ট্রাস্টি বোর্ডের সভাপতি মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশন প্রণয় কুমার ভার্মা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টোর আপিল বিভাগের বিচারপতি (অবঃ) এ.এইচ.এম শামসুদ্দিন চৌধুরী মানিক, নোয়াখালী-০১ আসনের সাংসদ এইচ.এম. ইব্রাহিম, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোঃ জাহাঙ্গীর আলম,সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃজিয়াউল হক, চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃগিয়াস উদ্দিন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমিনুল ইসলাম বাকের, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ আফম বাবুল (বাবু)সহ প্রমুখ ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।