কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল ফাতেমা আইডিয়াল একাডেমীতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার একাডেমীর মিলনায়তনে দিনভর মনোজ্ঞ সাংস্কৃতিক ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও ফাতেমা আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক মো. কবির হোসেনের পরিচালনায় আলেনাচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি সদস্য শাহজালাল মিয়া,একাডেমীর পরিচালক মাহবুব আলম,পালাখাল বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী মো. বিল্লাল হোসেন,অভিভাবক সদস্য মিজানুর রহমান,সাইফুল ইসলাম সবুজ প্রমুখ। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় একাডেমীর শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়ার ফাতেমা আইডিয়াল একাডেমীতে শিক্ষার্থী আদিবাকে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।