আগৈলঝাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের ও প্রশাসন পৃথক ভাবে র্যালী, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয়, পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রকৃতিতে পূস্পমাল্য অর্পন করা হয়।
উপজেলা সদরের আনন্দ র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মবার্ষিকী আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত।
অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পূস্পমাল্য অর্পন শেষে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জম্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে উপজেলা প্রশাসন কেক কাটেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.গোলাম ছরোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলাম।
উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপস্থিত, উপজেলা সহ-সভাপতি এসএম হেমায়েত, আ.ছাওার মোল্লা, মাইকেল মালাকার, বিপুল দাস, ইলিয়াস তালুকদার, গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ, রেমন ভুইয়া, অনিশেষ মন্ডল, ফরহাদ তালুকদার, কাজী আওলাদ, সবুজ আকন, ছরোয়ার দাড়িয়া, ফিরোজ শিকদার, গোলাম নবী সেরনিয়াবাত, কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির হোসেন পাইকসহ প্রমুখ।