বরিশালের গৌরনদীতে ১৭ মার্চ শুক্রবার বঙ্গবন্ধুর ১০৩ জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবস পালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধুর মুড়ালে পুষ্পার্ঘ দিয়ে বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে আলোচনা সভা, কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অংশ নেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথির বক্তৃতা করেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জী এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, কৃষি অফিসার মোঃ শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, প্রাথমিক শিক্ষা অফিসার চুন্নু ফকির, মৎস অফিসার আবুল বাসার, যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা। বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবসের কেক কাটা ও আলোচনা সভা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান পৃথক ভাবে দিবসটি পালন করে
Leave a Reply