স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন, এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বরিশালের গৌরনদী উপজেলা কিশোর কিশোরী ক্লাবের অংশগ্রহণে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেককাটা অনুষ্ঠান গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পরিষদের মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ নুর আলম শিকদার, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি আবদুছ ছালেক মামুন, গৌরনদী পৌর কিশোর কিশোরী ক্লাবের কো – অর্ডিনেটর মহিলা সংরক্ষিত কাউন্সিলর রুনু আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সুপারভাইজার নারায়ণ চন্দ্র দে, কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি প্রশিক্ষক ফারজানা ইয়াসমিন, সংগীত প্রশিক্ষক সিনথিয়া ঘরামি, জেন্ডার প্রমোটর সৈয়দা কানিজ ফাতিমা সহ অন্যান্যরা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কিশোর কিশোরীরা নাচ, গান কবিতা আবৃত্তি পরিবেশনায় প্রানবন্ত হয়ে উঠে কিশোর কিশোরী ক্লাবের প্রাঙ্গণ।।