স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন, এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বরিশালের গৌরনদী উপজেলা জাতীয় মহিলা সংস্থা এর আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেককাটা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আফজাল হোসেন, গৌরনদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা খানম, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি আবদুছ ছালেক মামুন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সদস্য শিরিন সাঈদ, রাবেয়া বসরী, উপজেলা মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র সহ অন্যান্যরা।।