আজ ২৫ মার্চ শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৩ উপলক্ষ্যে অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহা পুলিশ পরিদর্শক বরিশাল এসএম আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ , আবু আহমদ আল মামুন, পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম পিপিএম, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখা এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এম মহিউদ্দিন মানিক বীর প্রতীক, এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বরিশাল ডাঃ নূরুল আলম, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, নারীনেত্রী প্রফেসর শাহ সাজেদাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উধ্বর্তন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা ২৫ মার্চ কালো রাত্রির গণহত্যা কথা তুলে ধরেন এবং পাকিস্তানি পাক হানাদার বাহিনীর বর্বরতার কথা তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে গণহত্যার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।