চাঁদপুরের কচুয়ায় ভয়াল কালোরাত্রি ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপেজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,ওসি ইব্রাহিম খলিল,মুক্তিযোদ্ধা জাবের মিয়া,সিনিয়র মৎস কর্মকর্তা মাসুদুল হাসান,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার সহ আরো অনেকে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সোফায়েল হোসেন, সমাজসেবা অফিসার নাহিদ ইসলাম,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন পোদ্দার সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও জনপ্রতিনিধিগন।
ছবি: কচুয়ায় গণহত্যা দিবস আলোচনা সভায় উপস্থিতির একাংশ।