কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার কলেজের আয়োজনে কলেজ মিলণতায়নে আলোচনা সভার করা হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা অন্তর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক মো. বিল্লাল হোসেন মোল্লা,ফানাউল্যাহ,আব্দুল কুদ্দুস, বিল্লাল হোসেন,প্রভাষক ইয়াছিন মিয়া প্রমুখ।
এসময় কলেজের অন্যান্য শিক্ষক,শিক্ষার্থী,ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের গণহত্যা দিবসের আলোচনা সভায় উপস্থিতির একাংশ।