মাগুরা মহম্মদপুরে ৪২ পিস ইয়াবা উদ্ধার সহ কামাল শেখ (৩৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে আটক করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদ এর প্রেক্ষিতে মহম্মদপুর থানা পুলিশের এস আই জান্নাতুল ফেরদৌস বাদশা নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দীঘা ইউনিয়নের আউনাড়া গ্রামের পূর্ব পাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, এ-সময় কামাল শেখ এর দেহ তল্লাশি করে ৪২ পিস ইয়াবা- ট্যাবলেট পাওয়া গেলে পুলিশ তাকে আটক করে। সে উপজেলার আউনাড়া গ্রামের মো. ময়েন উদ্দিন শেখর পুত্র।
এই ঘটনায় মহম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এবং আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।