বগুড়ার শেরপুরে কুমারী সুপ্তি দত্ত (২৪) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২২ মে) দুপুরে পুলিশ শহরের জগন্নাথপাড়াস্থ বসতবাড়ির শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত সুপ্তি দত্ত জগন্নাথপাড়া মহল্লার সুনিল কুমার দত্তের মেয়ে এবং বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে অনার্স তৃতীয়বর্ষের শিক্ষার্থী।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রোববার রাতে খাবার শেষে শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন সুপ্তি দত্ত। পরেরদিন সকালে ঘুম থেকে জেগে না উঠায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সারাশব্দ না পাওয়ায় তাদের সন্দেহ হয়।
পরিবারের সদস্যরা এক পর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে সেলিং ফ্যানের সঙ্গে ওই কলেজ ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
এরপর থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, সম্ভবত পারিবারিক কলহের কারণে বাবা-মার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে সুপ্তি দত্ত আত্মহত্যা করতে পারেন।
এরপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ায় শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।