বগুড়ায় যাত্রাবাহী বাসে তল্লাশী চালিয়ে ৪৬ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ বগুড়ার সিপিসি-৩ এর সদস্যরা।
সোমবার (২২ মে) রাত সাড়ে ৭টার দিকে মহাসড়কের বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় শ্যামলী পরিবহনের চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশী চালিয়ে ওই ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃতর মাদক ব্যবসায়ী নওঁগা জেলা সদরের চকদেব জনকল্যাণ স্কুল পাড়ার মোহাম্মাদ আলী স্বপনের স্ত্রী রিতা বেগম (৩৩)।
র্যাব-১২ বগুড়া সিপিসি-৩ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, আটককৃতর আসামীর বিরুদ্ধে ইতোপুর্বে ৪টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বগুড়া সদর থানায় সোর্পদ করা হয়েছে।