বগুড়ায় রফিকুল ইসলাম নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকালে বগুড়া জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় দেন। রায় ঘোষণার সময় রফিকুল ইসলাম আদালতে অনুপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট নাছিমুল করিম হলি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সোমবারও এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এই আদালত।
অ্যাডভোকেট নাছিমুল করিম হলি জানান, ২০১৬ সালে সাড়ে ৯৮ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন রফিকুল ইসলাম। এ ঘটনায় তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা হয়। মামলার পর তিনি জামিন নিয়ে পলাতক রয়েছেন। দীর্ঘ সাত বছর পর শুনানি শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।