বগুড়ায় র্যাবের মাদক বিরোধী অভিযানে ১৫৩ (এক’শ তিপ্পান্ন) গ্রাম হেরোইনসহ মমতাজ বেগম (৫০) নামে এক নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত নারী, বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার মোঃ জিকরুলের স্ত্রী মমতাজ বেগম (৫০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ মে) দুপুর ২টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার ওমরদিঘী বাজারে অভিযান চালিয়ে হাত ব্যাগ থেকে ১৫৩ (এক’শ তিপ্পান্ন) গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।