1. almasbepary52@gmail.com : Almas Bepary : Almas Bepary
  2. musafirmostofa2@gmail.com : Nazmul Hossain : Nazmul Hossain
  3. rajkutir17@gmail.com : Abu Sayed : Abu Sayed
  4. admin@ajkalbd.news : Admin : Admin
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
ব্রেকিং নিউজ:

এস আই সাব্বির দারগার মাধ্যমে ভারতের নয়া দিল্লি থেকে উদ্ধার হল দুইটি শিশু।

  • প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

এস আই সাব্বিরের বিশেষ অবদানের মাধ্যমে বেনাপোল পোর্ট থানা থেকে যশোর কোতোয়ালি মডেল থানা থেকে দুই শিশু মানব পাচারের হাত থেকে উদ্ধার। করুনা বেগম, নীল আহমেদ নিশান ,রবিউল ইসলাম তিনজন মানব পাচার প্রতিরোধ দমন আইনের মামলা হয় গত ১৬ এপ্রিল। মামলা নং ২৪, মামলার সূত্রে জানা যায় ১১-আমড পুলিশ ব্যাটালিয়ন উত্তরা ঢাকা অভিযোগ সূত্রে নাসিমা খাতুন, রওশন আর বেগম। গত ১৬ ই এপ্রিল আমড পুলিশ ব্যাটালিয়ন তিনজন আসামিকে হস্তান্তর করেন টঙ্গী পূর্ব থানায়। ২০২২ সালের ফেব্রুয়ারির ২২ তারিখে সকাল দশটায় ভুক্তভোগী শিরিন আক্তার ও নীতা আক্তার কে ভারতে পাঠান করুণা বেগম। ভুক্তভোগী নাসিমা খাতুন ও রওশনারা জানান, ১০ হাজার টাকার বাসা বাড়ি কাজের কথায় রাজি হয়ে তাদেরকে তুলে দেন করোনা বেগম ও নীল আহমেদ নিশানের হাতে। কোন যোগাযোগ না পাওয়ায় গত আগস্ট মাসের ৫ তারিখে নয়া দিল্লি থেকে একটি ফোন আসে তাদের আত্মীয় পরিচয় একজনের কাছে তাদের মেয়ে নানা বীদ শারীরিক ও মানসিক নির্যাতনে নয় দিল্লিতে আছেন। জাস্টিস নামের এক এনজিওর মাধ্যমে ১১ আমড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতায় টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম ও এসআই সাব্বির দারোগার মাধ্যমে একই জুন বেনাপোল পোর্ট থানা থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় আনা হয় নিতা ও শিরিন আক্তার কে। ১ই জুন রোশনারা ও নাসিমা খাতুন কে লিখিত কাগজের মাধ্যমে ভুক্তভোগী শিশুদেরকে হস্তান্তর করেন তাদের অভিভাবকের কাছে এসআই সাব্বির।। করুণা ও নীলা আহমেদ নিশানের মত ৪৫ নং ওয়ার্ড নদীর পাড়ে আরো একাধিক নারী পাচারকারী সংগঠন রয়েছে যাদের মাধ্যমে গাজীপুরের বিভিন্ন নারী ,শিশু পাচার হচ্ছে টঙ্গী থেকে ভারতের বিভিন্ন মধ্য পশ্চিম রাজ্যে। এ সকল মানব পাচারকারীদেরকে বিচারের আয়ত্তে এনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী সকলেই

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright: 2020 -2023 “দৈনিক আজকাল” রাজ কুঠির একটি অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Fahim Mahmud