উজিরপুর (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের উজিরপুরে ওটরা ইউনিয়নের ওটরা হাটের পাসে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা সম্পত্তি দখল করে দোকান ঘড় নির্মাণের অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালী সুভাষ বাড়ৈ এবং তাঁর তার বড় ভাই ও ভাই ছেলে বিরুদ্ধে।
সরেজমিনে গতকাল শনিবার দেখা যায়, ওটরা বাজারের
সামনে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা সম্পত্তি নিজেদের দাবি করে দখল করে দোকান ঘড় নির্মাণ করছেন
প্রভাবশালী সুভাষ বাড়ৈ, দুলাল বাড়ৈ ও সুশান্ত বাড়ৈ ।
পানি উন্নয়ন বোর্ডের অফিস সূত্রে জানা যায়, ১৯৮৬ সালে এরশাদ সরকারের শাসন আমলে দেশের বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়নে ওটরা মৌজার ২৫-৩০ একর সম্পত্তি অধিগ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড। দুই বছর পরে ১৯৮৮ সালে ওই জায়গায় মাটি ভরাট করে বেড়িবাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। এরপরই এই অঞ্চলের মানুষ এর সুফল ভোগ করে আসছে। সেই সম্পত্তির ২০ শতাংশের ওপর গড়ে উঠেছে দোকান ঘর। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, দুলাল এর
প্রভাব খাঁটিয়ে দোকান ঘর নির্মাণ করার ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার জানিয়েছেন। কিন্তু তাঁরা ঘটনাস্থলে এসে পদক্ষেপ নেননি। এভাবে দখল করলে একপর্যায়ে সরকারের সব সম্পত্তি ভোগ দখলে চলে যাবে অসাধু ব্যক্তিদের হাতে।
এ ব্যাপারে দুলাল বলেন, ‘যে জমি অধিগ্রহণ করেছে সেটা আমাদের পৈত্রিক সম্পত্তি। লিজ নেওয়ার জন্য আবেদন করেছি। তাই দোকান ঘর নির্মাণ করা হয়েছে।
দখল দার সুভাষ বাড়ৈ জানান , পানি উন্নয়ন বোর্ডের জমি হলে তারা আমাকে কোনো নোটিশ করেনি। তাদের বলেন নোটিশ করতে। যদি তাদের জমি প্রয়োজন হয় তাহলে ছেড়ে দেব সমস্যা নাই।
সুশান্ত স্ত্রী কল্পনা জানান,
দোকান ঘরের কিছু অংশ পানি উন্নয়ন বোর্ডের জমির ভেতর আছে। যেটুকু আছে সেই জমিটুকু লিজ নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.রাকিব হোসেন বলেন, ‘যত বড় ক্ষমতাশীল হোক কারোর এখতিয়ার নেই পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণ করার। কেউ যদি প্রভাব খাঁটিয়ে জমি দখল করে ভবন বা দোকান ঘর নির্মাণ করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুই-একদিনের ভেতর ঘটনাস্থলে আমাদের অফিস থেকে রেভিনিউ কর্মকর্তাসহ যাঁরা দায়িত্বে রয়েছেন তাঁরা যাবেন।
Leave a Reply