মো.মনিরুজ্জামান স্টাফ রিপোর্টার :-
বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে ইউনিয়ন পরিষদের পৃথক উদ্যোগে র্যালী, আলোচনাসভার মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে।
স্থানীয় সরকার দিবস উপলক্ষে বাকাল, রাজিহার ও গৈলা ইউনিয়নের পৃথক আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বর্ণাঢ্য র্যালী বাকাল ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়, র্যালীতে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, আওয়ামী লীগ সহ-সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাইকসহ নেতৃবৃন্দরা। এর আগে নেতৃবৃন্দরা বাকাল ইউনিয়ন পরিষদ মাঠে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন।
একই দিন দুপুরে রাজিহার ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে নতুন ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্সে চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ইউপি সচিব গৌতম পালসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ইউপি সদস্যরা বক্তব্য রাখেন।
অন্যদিকে মঙ্গলবার দুপুরে গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর তিন দিন ব্যাপী সরকারের উন্নয়ন মেলা উদ্বোধন শেষে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে সরকারের সার্বিক উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার।
তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার শেষ দিনে মঙ্গলবার আগত গণমানুষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে উপজেলার বিভিন্ন খাতের উন্নয়নের ধারনা গ্রহন করেন।
মেলায় উপজেলা পরিষদে ন্যাস্ত সরকারি ১৭টি দপ্তর, সকল ইউনিয়ন পরিষদের একটিসহ মোট ১৮টি স্টল অংশগ্রহন করেছে।
Leave a Reply