নবীগঞ্জ প্রতিনিধি:
দেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় অবৈধ বালু উত্তোলনের একটি প্রতিবেদন (১৯ সেপ্টেম্বর ) মঙ্গলবার প্রথম পাতায় প্রকাশিত হয়। এ প্রতিবেদনটি প্রশাসনের দৃষ্টিগোচর হলে মঙ্গলবার বিকেলে ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন এর মোস্তফাপুর এলাকায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার এর নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় আনুমানিক প্রায় সাত শত ফুট পাইপ ও দুইটি মেশিন ধ্বংস করা হয়। এক ব্যক্তি কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে।এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি টিম।বিষয়টির সত্যতা নিশ্চিত করেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।
Leave a Reply