স্টাফ রিপোর্টার :-
বরিশালের আগৈলঝাড়ায় বিয়ে বাড়িতে হামলার ঘটনায় কনের চাচা নিহতর ঘটনায় নিহতর স্ত্রীর ১ নভেম্বর বুধবার মামলা দায়ের করেন। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম এজাহোরের বরাত দিয়ে জানান- উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড়- চেংগুটিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সেলিম সরদার গত ২৭ অক্টোবর তার ভাতিজির বিয়ের আয়োজন করে। বিয়ের অনুষ্ঠান শেষে বিকেলে বর ও কণেকে
বিদায় দেয়ার সময় কনের মামা হৃদয়ের সাথে বরের কথার কাটাকাটি হয়। এসময় কনের মামা হৃদয় বরকে সজোরে থাপ্পর মারে। বরকে থাপ্পর মারা নিয়ে ঘটনাস্থলে বিশৃংখলার সৃষ্টি হলে একই বাড়ির হালিম সিকদার ও কনের চাচা সেলিম সরদার হৃদয় সরদারকে থামানোর চেষ্টা করেন।এ সময় কনের মামা হৃদয় ও তার সাঙ্গপাঙ্গদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পাশে থাকা সেন্টারিং এর কাঠ দিয়ে হৃদয় সেলিম সরদারের উপর হামলা চালায়। হামলায় সেলিম সরদার গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সেলিমকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। বরিশালে গুরুতর আহত সেলিমের চিকিৎসার উন্নতি না হওয়ায় ঢাকায় প্রেরণ করলে পরদিন ২৮অক্টোবর ভোরে সেলিমকে ঢাকার টিজি মাল্টি স্পেশালিষ্ট হাসপাতাল এ্যান্ড ডায়াগনিস্টিক সেন্টারে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক সেলিম সরদারকে (৩৫) মৃত ঘোষণা করেন।নিহত সেলিম সরদারের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে হৃদয় ও তার লোকজনের হামলায় তার স্বামীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার রাতে হৃদয়কে প্রধান আসামী করে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করে মামলা দায়ের করেছেন নং-১(১.১১.২৩)। পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজাহারুল ইসলাম বলেন- মামলা দায়েরের পরে আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply