কালকিনি প্রতিনিধি( মাদারীপুর) ঃ গাছ লাগান,পরিবেশ বাচান। বেঁচে থাকার সকল মূল,গাছ লাগাতে না হয় ভুল।উপকারের নেই যে শেষ, ফুলে-ফলে ভরব দেশ। এই মুলমন্ত্র কে সামনে রেখে মানবতার সেবায় নিয়োজিত “প্রগতি সেবা ফাউন্ডেশনের” এর উদ্যোগে মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় সাহেবরামপুর শাখা কার্যালয়ে শুক্রবার সকাল ৯ ঘটিকায় জনসাধারণের মধ্যে আমরুপালী চারা গাছ বিতরন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব সাংবাদিক জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদিকা মিস.সুমি আক্তার ও উপদেষ্টা পরিষদের সভাপতি জনাব মাস্টার আবুল হাসেম, সহ-সভাপতি আলমামুন হাওলাদার এবং কার্যকরী সকল সদস্য বৃন্দ ।
Leave a Reply