1. almasbepary52@gmail.com : Almas Bepary : Almas Bepary
  2. musafirmostofa2@gmail.com : Nazmul Hossain : Nazmul Hossain
  3. rajkutir17@gmail.com : Abu Sayed : Abu Sayed
  4. admin@ajkalbd.news : Admin : Admin
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

বানারীপাড়ায় বন্দরবাজারে পণ্য ওঠা-নামার একমাত্র ঘাটটির দুর্ভোগবস্থা।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১৩৬ বার পড়া হয়েছে

বরিশালের বানারীপাড়ার ঐতিহ্যবাহী বন্দরবাজারটি একসময় ব্যবসায়-বানিজ্যে প্রসিদ্ধ ছিল। এর অতীত ঐতিহ্য কিছুটা ম্লান হলেও এখানকার জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা তা পুনরুদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বাজারের পণ্যদ্রব্য ও অন্যান্য মাল ওঠানামার জন্য সন্ধ্যানদীর তীরবর্তী একমাত্র ঘাটটি নাব্যতা সংকট ও পরিত্যক্ত ফেরিসহ নানা কারণে অচল প্রায়। এক সময়ের বালামসহ অন্যান্য চালের হাটের জন্য প্রসিদ্ধ বানারীপাড়া বন্দরের সকল ধরনের পণ্য ওঠানামার একটিই মাত্র ঘাট যে ঘাট ইতোমধ্যে নদীতে চর পড়ার কারণে এবং যেটুকু নাব্যতা দিয়ে বিভিন্ন ধরনের নৌযান ঘাটে ভিড়তে পারে তার পাশ ঘেঁষে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত/বিকল ফেরি রাখায় পণ্যবাহী নৌযান পাশে ভিড়তে পারছে না। অথচ এই একটিমাত্র ঘাট থেকেই বাজারের সকল ধরনের মুদিপণ্য, মাছ-তরকারি ও সারসহ যাবতীয় পণ্য ওঠানামা করতে হয়। বিদ্যমান সমস্যার সাথে বাজারের পশ্চিম পাশে সন্ধ্যানদীর তীর সংলগ্ন ভেরিবাঁধের আদলে নির্মিত সড়কের পাশের এ ঘাটে বাজারের ময়লা-আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধে ভিড়ানো যাচ্ছে না পণ্যবোঝাই জাহাজ, ট্রলার ও নৌকা ঘাটের পরিবেশ দূষিত হচ্ছে। এ অবস্থায় বন্দরবাজারের একমাত্র ঘাটটি অচল হয়ে পড়ার উপক্রম।
এ ব্যাপারে বন্দরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স কামাল অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী কামাল হোসেন বিপ্লব জানান, বানারীপাড়া বন্দরের মাল ওঠানামার একমাত্র ঘাটের স্থানটিতে এখন আর নৌযান ভেড়ানোর পরিবেশ না থাকায় আমাদের দ্বিগুণ লেবার খরচ দিয়ে চামড়ার ঘাট দিয়ে পণ্যদ্রব্য ওঠানামা করতে হয়। দীর্ঘদিন ধরে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। কবে এ সমস্যার সমাধান হবে তা কেউ বলতে পারছে না।এ বিষয়ে বানারীপাড়া বন্দরবাজারের সার ব্যাবসায়ী ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর গৌতম সমদ্দার বলেন, শীতকালীন মৌসুমে পানি শুকিয়ে যাওয়ার কারণে মাল ওঠানামায় একটু সমস্যা হচ্ছে তা ইতোমধ্যে আমরা বাজার ব্যবসায়ী কয়েকজন মিলে মেয়র মহাদয়ের কাছে লিখিত আকারে দরখাস্ত দিয়েছি যাতে করে একটা প্লাটফর্ম বা ঘাট তৈরি হয়। আশা করি খুব শীঘ্রই সমাধান হবে।এ সম্পর্কে বানারীপাড়া উপজেলার বন্দর বাজার ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি ও বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব মুজিবুর রহমান বলেন, বাজারে ব্যাবসায়ীদের মালামাল ওঠা নামার ক্ষেত্রে দীর্ঘ কয়েক বছর যাবৎ এ সমস্যা দেখা যাচ্ছে।একটা প্লাটফর্ম বা ঘাট দরকার তাহলে খুব ভালো হয়। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় শীঘ্রই জনপ্রতিনিধি দ্বারা এর সমাধান হবে।এ সম্পর্কে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ গোলাম ফারুক বলেন,এই মৌসুমে পানি শুকিয়ে যাওয়ার কারণে মালামাল ওঠানামার সমস্যাটি বাজারের ব্যবসায়ীরা আমাদের কাছে জানিয়েছে। এ ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছি অতি শীঘ্রই প্লাটফর্ম করে কাজের উদ্যোগ নেয়া হবে।

আব্দুল আউয়াল
বানারীপাড়া প্রতিনিধি:
তারিখ: ২৬-০১-২০২২ ইং

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright: 2020 -2023 “দৈনিক আজকাল” রাজ কুঠির একটি অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Fahim Mahmud