1. almasbepary52@gmail.com : Almas Bepary : Almas Bepary
  2. musafirmostofa2@gmail.com : Nazmul Hossain : Nazmul Hossain
  3. rajkutir17@gmail.com : Abu Sayed : Abu Sayed
  4. admin@ajkalbd.news : Admin : Admin
শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
ম্যানেজিং কজিটি গঠনে অনিয়মের অভিযোগ গোপনে স্কুল কমিটি করার পায়তারা,তদন্ত প্রতিবেদনের নির্দেশ। মহম্মদপুরে রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ বোর্ডের সুপারিশ প্রাপ্ত হলেন তুষার কান্তি বিশ্বাস বরিশালে এনকেএম ই-কমার্স সোসাইটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার বরিশালের আগৈলঝাড়ার কেতনা বিলের গণহত্যা দিবস আজ গৌরনদীতে ভোক্তা অধিকার আইন সংরক্ষণে অবহিতকরণ বাস্তবায়ন সেমিনার বানারীপাড়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন ফরিদপুরের মধুখালীতে আওয়ামীলীগ নেতার ভারতের চেন্নাইয়ে মৃত্যু গৌরনদীতে ভোক্তা অধিকার আইন সংরক্ষণে অবহিতকরণ বাস্তবায়ন সেমিনার মহম্মদপুরে নহাটা শ্মশান কালীবাড়িতে বৈশাখ মাস ব্যাপী প্রভাতী কীর্তন সম্পন্ন
ব্রেকিং নিউজ:
ম্যানেজিং কজিটি গঠনে অনিয়মের অভিযোগ গোপনে স্কুল কমিটি করার পায়তারা,তদন্ত প্রতিবেদনের নির্দেশ। মহম্মদপুরে রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ বোর্ডের সুপারিশ প্রাপ্ত হলেন তুষার কান্তি বিশ্বাস বরিশালে এনকেএম ই-কমার্স সোসাইটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার বরিশালের আগৈলঝাড়ার কেতনা বিলের গণহত্যা দিবস আজ গৌরনদীতে ভোক্তা অধিকার আইন সংরক্ষণে অবহিতকরণ বাস্তবায়ন সেমিনার বানারীপাড়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন ফরিদপুরের মধুখালীতে আওয়ামীলীগ নেতার ভারতের চেন্নাইয়ে মৃত্যু গৌরনদীতে ভোক্তা অধিকার আইন সংরক্ষণে অবহিতকরণ বাস্তবায়ন সেমিনার মহম্মদপুরে নহাটা শ্মশান কালীবাড়িতে বৈশাখ মাস ব্যাপী প্রভাতী কীর্তন সম্পন্ন

মহম্মদপুরে বিনোদপুরে তু্চ্ছ ঘটনায় হামলা ও লুটপাটের অভিযোগ গ্রেফতার-৭।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

মাগুরা মহম্মদপুরের বিনোদপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ-ঘটনায় ১১টি দোকানে লুটপাটের অভিযোগ উঠেছে। ৭ ব্যক্তিকে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার দিনগত গভীর রাতে তুচ্ছ ঘটনায় মহম্মদপুর উপজেলা বিনোদপুর ও ঘুল্লিয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের বাধে, এতে বিনোদপুর বাজারে ঘুল্লিয়া গ্রামের ব্যবসায়ীদের দোকানে লুটকরা হয়েছে। বিনোদপুর গ্রামের সংঘবদ্ধ লোকেরা লুটতরাজ করেন বলে জানা যায়। এ ঘটনার পর আতংকে বুধবার সকাল থেকেই বিনোদপুর বাজারের বেশিরভাগ দোকান-পাট খুলছে না ব্যবসায়ীরা। এলাকায় পুলিশের পাশা পাঁশি র‌্যাব সদস্যরাও টহলে দিচ্ছেন।
জানাগেছে,
মঙ্গলবার দুপুরে বিনোদপুর বিকে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গ্রীস্মকালীন স্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্ট খেলায় রাড়ীখালী মাধ্যমিক বিদ্যালয় ও ঘুল্লিয়া দাখিল মাদ্রাসা অংশ গ্রহণ করে। খেলায় টাইব্রেকারে যেয়ে ঘুল্লিয়া দাখিল মাদ্রাসা পরাজিত হয়। পরে ঘুল্লিয়া দাখিল মাদ্রাসা ফুুটবল দলের খেলোয়াড়রা প্রতিপক্ষ রাড়ীখালী মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের উপর চড়াও হয়ে মারধোর করে। পরে এ বিষয়টি ঘুল্লিয়া ও বিনোদপুর গ্রামের লোক জনের মধ্যে সংঘাতের রুপ নেয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
ঘটনাটি বিষয়টি মিমাংসা জন্য মঙ্গলবার রাতে মহম্মদপুর থানায় ডাকা হয় উভয় দলকে আর কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার জন্ম দেবেন না মর্মে দুই পক্ষই অঙ্গিকার করেন। এক পর্যায়ে থানা থেকে বেরিয়ে বাড়ীতে যাবার পথে যশপুর পৌছলে ঘুল্লিয়া গ্রামের লোকজন বিনোদপুর গ্রামের রাজিব নামে ১- জন যুবককে মারাত্বক আহত করে। তাকে প্রথমে মাগুরা পরে তার অবস্থা অবনতি দেখাদিলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। আহত রাজিব বিনোদপুর গ্রামের ওয়াজেদ আলী বিশ্বাসের পুএ
মঙ্গলবার রাতে রাজিবের উপর হামলার পর ফুসে ওঠেন বিনোদপুর গ্রামের মানুষ। এদিন মধ্যরাতে বিনোদপুর বাজারে ঘুল্লিয়া গ্রামের ব্যবসায়ী এমন ১১টি দোকান লুট হয়। এর মধ্যে অনিমেষের কাপড়ের দোকান, মিন্টুর কসমেটিকের দোকান, সাজ্জাদের স্যান্ডেলের দোকান, বক্কার শিকদারের ভূষির দোকান, ইলিয়াসের পার্টসের দোকান, হাসানের মুদি দোকান, মাববুব আলমের সার-কীটনাশকের দোকান, শাহজাহান শিকদারের হার্ডওয়ারের দোকান, বকুল মোল্যার স্যান্ডেলের দোকান, সেলিম জাবেদ এর- ডেকোরেটরের দোকান, ইলিয়াসের মুদি দোকানের
পণ্য ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
বুধবার দুপুরে বিনোদপুর বাজারে ঘুরে দেখা যায়, বিনোদপুর বাজার এবং চৌরাস্তা বাজারের বেশির ভাগ দোকান বন্ধ। জেলা ও থানা পুলিশের পাশা পাশি র‌্যাব সদস্যদের টহল জোরদার করা হয়েছে। বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মোঃ মিজানুর রহমান বলেন, বাজারটিতে ব্যাপক তাণ্ডব ও লুটপাট চালানো হয় ।
এ- ব্যাপারে মহম্মদপুর থানার পরিদর্শক (ওসি) অসিত কুমার রায় জানিয়েছেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright: 2020 -2023 “দৈনিক আজকাল” রাজ কুঠির একটি অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Fahim Mahmud