1. almasbepary52@gmail.com : Almas Bepary : Almas Bepary
  2. musafirmostofa2@gmail.com : Nazmul Hossain : Nazmul Hossain
  3. rajkutir17@gmail.com : Abu Sayed : Abu Sayed
  4. admin@ajkalbd.news : Admin : Admin
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন

গৌরনদীতে প্রতারনার শিকার হয়ে ব্রাক ব্যাংকের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন।

  • প্রকাশিত : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০৪ বার পড়া হয়েছে

ব্রাক ব্যাংকের প্রতারনার শিকার হয়ে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। আজ সকালে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ডের ব্যবসায়ীরা এ মানববন্ধন করেন। ব্যবসায়ীদের অভিযোগ ব্রাক ব্যাংকের টরকী (এমএমই) শাখার ম্যানেজার নিয়ম মাফিক লোন না দিয়ে ব্যাবসায়ীদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ছল চাতুরী করে আসছেন।

টরকী বাসষ্ট্যান্ডের প্রদীপ মটর সাইকেল সার্ভিসিং এর মালিক প্রদীপ মানববন্ধন চলাকালীন সময় সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, গত বছর তিনি ব্রাক ব্যাংকের কাছ থেকে দশ লক্ষ টাকা লোন নেন। লোন নেয়ার আট মাস পরে ব্যাংকের ম্যনেজার শামীম হোসেন তার (প্রদীপ) দোকানে এসে ব্যাংকের নতুন একটি নিয়মের কথা বলেন। যেখানে পূর্বের বকেয়া টাকা এক সাথে জমা দিলে তাকে ১৩ লক্ষ নতুন লোন দিবেন বলে জানান ম্যানেজার শামীম হোসেন। ম্যানেজার শামীমের কথায় প্রদীপ
বিভিন্ন উপায়ে সুদের মাধ্যমে ব্যাংকের বকেয়া ৩ লক্ষ টাকা জোগাড় করে তিনজন সাক্ষী সাথে নিয়ে ম্যানেজার শামীমের কাছে জমা দেন। টাকা জমা দেয়ার এক সপ্তাহের মধ্যে লোন দেয়ার কথা থাকলেও আজ কাল করে লোন না দিয়েই ম্যনেজার শামীম বদলীজনিত কারনে টরকী শাখা থেকে অন্য শাখায় চলে যান। এ দিকে সুদের টাকা না দিতে পেরে এখন নিঃস্ব প্রদীপ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright: 2020 -2023 “দৈনিক আজকাল” রাজ কুঠির একটি অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Fahim Mahmud