মাদারীপুরের কালকিনিতে রাস্তার পাশে ব্যাগ ভর্তি বোমা বিস্ফোরিত হয়ে দুলুফা বেগম(২৮) নামে এক নারী ও সুমি(৮)নামে এক শিশু আহত হয়েছে। তাদের দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আহত দুলুফা উপজেলার সিডিখান এলাকার দক্ষিণ সিডিখান গ্রামের সুমন শিকদারের স্ত্রী ও সুমি একেই গ্রামের আইউবআলী শিকদারের মেয়ে। আজ শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, দুলুফা বেগম ও সুমি খানম মিলে সিডিখান রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে আসছিলেন। এ সময় রাস্তার পাশে রাখা ব্যাগ ভর্তি ৮-১০টি বোমা হঠাৎ করে বিস্ফোরিত হয়। এতে বোমার স্প্লিটারের আঘাতে দুলুফা বেগম ও সুমি আহত হয়। তাদের দুজনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুলুফা বেগমের শ্বশুর মউজালী শিকদার বলেন, রাস্তার পাশ দিয়ে আমার পুত্রবধু বাড়ি ফেরার পথে বোমার আঘাতে আহত হয়েছে। সদ্য অনুষ্ঠিত দ্বিতীয়ধাপে ইউপি নির্বাচনের জের ধরে এ বোমা বিস্ফোরনের ঘটনা ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।
এ বিষয় জানতে চাইলে নবনির্বাচিত সিডিখান ইউপির চেয়ারম্যান চানমিয়া শিকদার ফোন ধরেনি।
পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়া বলেন, আহত মহিলা দুলুফা বোমা লুকানোর সময় বিস্ফোরিত হয়ে আহত হয়েছে।
কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে