1. almasbepary52@gmail.com : Almas Bepary : Almas Bepary
  2. musafirmostofa2@gmail.com : Nazmul Hossain : Nazmul Hossain
  3. rajkutir17@gmail.com : Abu Sayed : Abu Sayed
  4. admin@ajkalbd.news : Admin : Admin
সোমবার, ১৩ মে ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

রায়গঞ্জের নলকায় প্রতিবন্ধি স্কুলের শিক্ষকদের মানবেতর জীবনযাপন

  • প্রকাশিত : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৪৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের পূর্ব মথুরাপুর বুদ্ধি অটিস্টিক প্রতিববন্ধি বিদ্যালয়ের শিক্ষকরা খুব কষ্টে জীবন যাপন করছে। গত ৭ই মার্চ সোমবার সরেজমিনে গিয়ে জানা যায় প্রায় ২৭০ জন ছাত্র ছাত্রী নিয়ে শিক্ষকরা নিয়মিত ভাবে পাঠদান করে আসছে । গত ২০১৫ সালে স্কুলটি একদম নিবিড় পল্লী গ্রামে স্থাপিত হলেও এখন পযন্ত বেতন পাচ্ছেনা। স্কুলের প্রধান শিক্ষিকা মোছা, আজমিয়ারা খাতুন বলেন আমাদের মোট ১২ জন শিক্ষকের মধ্যে ৫ জন মহিলা শিক্ষিকাও রয়েছে। আমরা গত ৬ বছর যাবত এই প্রতিষ্টানে বিনা বেতনে চাকরি করি বলে নিয়মিত শ্রম দিয়ে আসছি। আমার সকল শিক্ষকরা বর্তমানে খুবই কষ্টে জীবন যাপন করছে। আমরা শিক্ষক ছাত্র ছাত্রী অভিভাবক ও এলাকার সচেতন নাগরিক গন এই প্রতিবন্ধি স্কুলটির প্রতি খুব শিঘ্রই সরকারের সু নজর কামনা করছি। সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম বলেন আমাদের স্কুলে একটি ঘর এবং একটি স্বাস্থ্যম্মত টয়লেট খুবই জরুরী প্রয়োজন। আমাদের সকল ছাত্র ছাত্রী প্রতিবন্ধি হওয়ায় একটি ঘর ও টয়লেট হলে তাদের পরিচালনা করা অনেক সহজ হবে। এবং আমাদের ছাত্র ছাত্রী পরিবহনের জন্য সরকারি ভাবে কয়েকটি গাড়ি খুবই জরুরী প্রয়োজন। আমাদের প্রায় ২০০ এর মতো ছাত্র ছাত্রী মাত্র ২ টি অটো গাড়িতে বহন করে থাকি। সভাপতি মো, হাফিজুল ইসলাম বলেন এই স্কুলটি শুরু থেকে আমি জমি দিয়ে অর্থ ও শ্রম দিয়ে সার্বিক ভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। এবং এখুও প্রতিদিন উপস্থিত সকল ছাত্র ছাত্রীদের নিজ অর্থে দুপুরে লাঞ্চের ব্যাবস্থা করে থাকি। তাই আমি সকল শিক্ষকদের বেতন ভাতাসহ প্রতিষ্টানের সার্বিক উন্নয়ন ও প্রতিবন্ধি শিশুদের প্রতি সদয় বিবেচনা করে সরকারের কাছে সুদৃষ্টি কামনা করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright: 2020 -2023 “দৈনিক আজকাল” রাজ কুঠির একটি অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Fahim Mahmud