1. almasbepary52@gmail.com : Almas Bepary : Almas Bepary
  2. musafirmostofa2@gmail.com : Nazmul Hossain : Nazmul Hossain
  3. rajkutir17@gmail.com : Abu Sayed : Abu Sayed
  4. admin@ajkalbd.news : Admin : Admin
রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা সাইবার মামলা প্রতিবাদে মানববন্ধন বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতান সিকদারের গনসংযোগ। জাতীয় শিক্ষা সপ্তাহে ফারহান বরিশালের গৌরনদী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত। আগৈলঝাড়া বাগধা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও যুগ্ন আহবায়কের পদত্যাগ। স্টাফরিপোর্টার মাগুরা।। গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ সিরাজগঞ্জের কামারখন্দে বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ডাসারে সম্ভাব্য প্রার্থী”কামরুল হাসান পপি”চেয়ারম্যান হলে দুই হাজার যুবকের কর্মসংস্থান হবে মহম্মদপুরে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ কালকিনিতে প্রগতি সেবা ফাউন্ডেশন এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন
ব্রেকিং নিউজ:
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা সাইবার মামলা প্রতিবাদে মানববন্ধন বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতান সিকদারের গনসংযোগ। জাতীয় শিক্ষা সপ্তাহে ফারহান বরিশালের গৌরনদী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত। আগৈলঝাড়া বাগধা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও যুগ্ন আহবায়কের পদত্যাগ। স্টাফরিপোর্টার মাগুরা।। গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ সিরাজগঞ্জের কামারখন্দে বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ডাসারে সম্ভাব্য প্রার্থী”কামরুল হাসান পপি”চেয়ারম্যান হলে দুই হাজার যুবকের কর্মসংস্থান হবে মহম্মদপুরে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ কালকিনিতে প্রগতি সেবা ফাউন্ডেশন এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

বরিশালে যত্রতত্র মর্টার চালিত রিক্সার ছড়াছড়ি, প্রতিনিয়ত বাড়ছে দূর্ঘটনা

  • প্রকাশিত : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল নগরীতে মর্টার চালিত অবৈধ রিক্সার ছড়াছড়ি। একদিকে যেমন বেপরোয়া গতিতে চলতে গিয়ে ঘটাচ্ছে দূর্ঘটনা। অন্যদিকে টিট টিট হর্ণের তীব্র শব্দ যন্ত্রণায় অতিষ্ঠ জনসাধারণ।

এই রিক্সাগুলোর কারণে নগরীর বিভিন্ন স্থানে প্রতিদিন দূর্ঘটনার শিকার হচ্ছে সাংবাদিক,পুলিশ, চিকিৎসক,আইনজীবী,শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

এ বিষয় হাতেম আলী কলেজের এক ছাত্র অভিযোগ করে বলেন,,পায়ে চালিত রিক্সার ব্রেক দিয়ে মর্টার চালিত রিক্সা কোন ভাবেই কন্ট্রোল করা যায় না। সুতরাং একে বেঁকে এমন ভাবে চলাচল করে দেখলে ভয় লাগে। এগুলো কি প্রশাসনের চোখে পড়ে না। তাদের টনক নড়বে কবে মানুষের মৃত্যুর পর।

আতিকুর রহমান নামে এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন,,প্রতিদিন গড়ে নতুন ১০-১৫ টি রিক্সা নামানো হচ্ছে সড়কে। সবাই হয়তো মনে করে গরীব মানুষ রিক্সা চালায় এখানেও বিপত্তি। আসলে বিষয়টা সেখানে না। কোন চালকের রিক্সা নিজের না সবাই ভাড়া চালায়। মূলত ব্যটারি চালিত অটোরিকশা হাত পা নেই বিকলাঙ্গ মানুষের জন্য তৈরি করা হলেও এটি এখন মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। যার ফল দূর্ঘটনার স্বীকার।

নগরবাসীর এমন অভিযোগের পর অনুসন্ধানে জানা গেছে বরিশালে চলাচল করা বেশির ভাগ রিক্সার মালিক টাকা ওয়ালা অথবা প্রভাবশালী কোন ব্যক্তি। অবৈধ এই যানগুলোর কারণে দূর্ঘটনার শিকার হচ্ছে নিরীহ মানুষ।

অন্য এক বাসিন্দা অভিযোগ করে বলেন, কাকলীর মোড় থেকে জেলখানা মোড়ে মর্টার চালিত রিক্সা গেলে পুলিশ আটক করে নিয়ে যায়। পরের দিন জরিমানা নিয়ে আবার ছেড়ে দেয়। তাতে রিক্সার পরিমাণে কমে ? কমে না বরং দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন,, বেপরোয়া গতিতে চলার পর দূর্ঘটনা ঘটায় এরপর আহত ব্যক্তির পা ধরে বলে মাফ করেন ভাই গরীব মানুষ। যখন বেপরোয়া গতিতে চলে তখন মনে থাকে না যে সে গরীব মানুষ। তখন তো মনে হয় রিক্সা নয় যেন আকাশে প্লেন চালায়। আমরা নগরবাসী মর্টার চালিত এই রিক্সাগুলো বন্ধে শুধু আশ্বাস নয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখতে চাই।

এ বিষয় ডিসি ট্রাফিক বিএমপি ( উপ-পুলিশ কমিশনার ) এসএম তানভীর আরাফাত বলেন,, আমাদের ডামপিং করে রাখার নিজস্ব কোন জায়গা নাই, রিক্সা আটক করে রাখবো কোথায়। জায়গা চেয়ে সংশ্লিষ্ট দপ্তরকে আমরা ইতোমধ্যে চিঠি দিয়েছি। অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অবৈধ এই রিক্সা নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিদিন গড়ে ১০-১৫ টি রিক্সা আটক করা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই ধরা অব্যাহত রেখে কাজ করবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright: 2020 -2023 “দৈনিক আজকাল” রাজ কুঠির একটি অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Fahim Mahmud