1. almasbepary52@gmail.com : Almas Bepary : Almas Bepary
  2. musafirmostofa2@gmail.com : Nazmul Hossain : Nazmul Hossain
  3. rajkutir17@gmail.com : Abu Sayed : Abu Sayed
  4. admin@ajkalbd.news : Admin : Admin
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গৌরনদী পৌর যুবলীগের ২ নেতা বহিষ্কার।

  • প্রকাশিত : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

বরিশালের গৌরনদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আল আমিন হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ হাওলাদারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একাধিক সূত্রে জানা যায় নিজেদেন মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারের জেরে ঐ ৩ নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া উপজেলা যুবলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার উপজেলা যুবলীগের বিশেষ সভায় সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার দায়ে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ হাওলাদারকে সাময়িক ভাবে বহিষ্কার করা হলো।বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপজেলা যুবলীগের সভাপতি মো. আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলম।আনিসুর রহমান বলেন, পৌরসভার কসবা এলাকায় যুবলীগের তিন নেতাকে কুপিয়ে আহত করাসহ সংগঠনবিরোধী কার্যকলাপের দায়ে তাদের সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।আহত যুবলীগ নেতা ও তাদের স্বজনরা জানিয়েছেন, বহিষ্কৃত আল আমিন, রাশেদ ও তাদের সহযোগীরা গত ২৭ সেপ্টেম্বর কসবায় পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে পৌর যুবলীগের সহসম্পাদক কাওছার ফকির (৩০), সাংস্কৃতিক সম্পাদক ইমাত খান (৩২) ও সদস্য রায়হান ফকিরের (৩০) ওপর হামলা চালিয়ে তারা তিন নেতাকে কুপিয়ে জখম করে।
আহত অবস্থায় স্বজনরা তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা প্রথমে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠিয়ে দেন।পরে সেখান থেকে একজনকে ঢাকার পঙ্গ হাসপাতালে পাঠানো হয়, আহত’রা এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright: 2020 -2023 “দৈনিক আজকাল” রাজ কুঠির একটি অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Fahim Mahmud