1. almasbepary52@gmail.com : Almas Bepary : Almas Bepary
  2. musafirmostofa2@gmail.com : Nazmul Hossain : Nazmul Hossain
  3. rajkutir17@gmail.com : Abu Sayed : Abu Sayed
  4. admin@ajkalbd.news : Admin : Admin
শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

বগুড়া শাহজানপুরে ডিবি পুলিশের অভিযানে ১ জন জঙ্গি সদস্য আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১৬ বার পড়া হয়েছে

বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া (বিপিএম-বার) এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ডিবি পুলিশের এক টিম গত ০১ ফেব্রুয়ারি রোজ সোমবার রাত ৯.১০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া ডিবির একটি চৌকস টিম ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে বগুড়া শাহজাহানপুর থানাধীন বনানী বাস স্টান্ড এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি এর বাইতুলমাল বিভাগের দায়িত্বশীল ০১(এক) জন জঙ্গি সদস্যকে আটক করে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলো মোঃ কামরুজ্জামান (৪২), পিতা মৃত আঃ হাফিজ, মাতা মৃত জাহানারা বেগম, বর্তমান ঠিকানা: ৭৪-বি, নর্থ
রোড, কলাবাগান, ঢাকা-১২০৫ স্থায়ী: সাং-শাহাজাদপুর, থানা কোম্পানীগঞ্জ, জেলা নোয়াখালী।

গ্রেফতারকৃত ব্যক্তির কাছে হতে উদ্ধারকৃত আলামত,০৫ (পাঁচ) টি নিষিদ্ধ ঘোষিত জিহাদী বই, যাহার কভারের উপর DABIQ ১২ ও ন্যায্য সন্ত্রাস সহ অন্যান্য লেখা আছে।
০৬(ছয়) টি নিষিদ্ধ ঘোষিত জিহাদী বই, যাহার কভারের উপর রুহিয়্যাহ ১২ তম সংখ্যা ও তা হবে এমন এক আগুন সহ বিভিন্ন লেখা আছে।

১০০০ টাকা ১৩৯০০০/- (এক লক্ষ ঊনচল্লিশ হাজার টাকা), ৫০০ টাকার নোটের বান্ডিল ০৪ (চার) টি, তন্মধ্যে ০৩ (তিন) টি বান্ডিলে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং অপর বান্ডিলে ৪০,০০০/ (চল্লিশ হাজার) টাকা, ১০০ টাকা ৮,৫০০/- (আট হাজার পাঁচ শত) টাকা, ৫০ টাকা ৭০০/- (সাত শত) টাকা,২০ টাকার ২৪০/- (দুই শত চল্লিশ) টাকা, ১০ টাকা ১৫০/ (এক শত পঞ্চাশ) টাকা, ৫ টাকা ২৫/- (পঁচিশ) টাকা,২ টাকা ১৪/- (চৌদ্দ) টাকা, ০১ টাকা ২(দুই) টাকা, সর্বমোট ৩,৩৮,৬৩১/- (তিনলক্ষ আটত্রিশ হাজার ছয় শত একত্রিশ।

বিদেশী সৌদি ১০০ রিয়েল ০২ (দুই) টি, ২০০/- (দুইশত) রিয়েল, সৌদি ৫০ রিয়েল ০৪(চার) টি, ২০০/- (দুইশত) রিয়েল, সৌদি ৫ রিয়েল ০১(এক) টি, ৫ (পাঁচ) রিয়েল, সৌদি ১ রিয়েল ০৫(পাঁচ) টি, ৫ (পাঁচ) রিয়েল, সর্বমোট সৌদি ৪১০ (চার শত দশ রিয়েল) ও
মালয়েশিয়া ১ (এক) রিংগিত, ১ (এক) রিংগিত।

আটককৃত ব্যক্তি নিজেকে নব্য জেএমবি এর বাইতুল মাল বিভাগের দায়িত্বশীল বলে জানা যায় এবং দাওয়াতী কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য সে বিভিন্ন জেলা সফর করে বলে জানায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright: 2020 -2023 “দৈনিক আজকাল” রাজ কুঠির একটি অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Fahim Mahmud