1. almasbepary52@gmail.com : Almas Bepary : Almas Bepary
  2. musafirmostofa2@gmail.com : Nazmul Hossain : Nazmul Hossain
  3. rajkutir17@gmail.com : Abu Sayed : Abu Sayed
  4. admin@ajkalbd.news : Admin : Admin
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
ব্রেকিং নিউজ:

বোয়ালমারীতে ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার আটক চার

  • প্রকাশিত : রবিবার, ৯ মে, ২০২১
  • ১৩৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারীতে ছিনতাই হয়ে যাওয়া ভ্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। ছিনতাইয়ের সাথে জড়িত চার ছিনতাই কারীকে আটক করে রবিবার (৮ মে) ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে। ছিনতাইকারিরা হলো, গুনবহা কামার গ্রামের বাসিন্দা মো. ইকবাল মোল্যা (২২), একই গ্রামের মুন্নু শেখ (২১), পাশের সালথা উপজেলার চান্দাখোলা গ্রামের আয়নাল সরদার (৩০), নগরকান্দা উপজেলার কোনাগ্রামের রুস্তুম মোল্যা (৩৩)। থানা সূত্রে জানা যায়, গত শনিবার (১ মে) পৌর সভার শিবপুর গ্রামের ইমারত শেখকে (২০) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বোয়ালমারী সরকারী কলেজের সামনে থেকে উপজেলার মোড়া গ্রামে যাওয়ার জন্য ভাড়া ঠিক করে। রাত ৮ টার দিকে মোড়া ব্রীজের পশ্চিম পাশে পৌঁছালে ওই ছিনতাইকারীরা প্রসাব করার কথা বলে ভ্যান চালককে দাড় করায়। এ সময় তার মূখে টেপ দিয়ে আটকিয়ে হাত পা বেধে মারপিট করে ফেলে রেখে ভ্যাটারী চালিত অটোভ্যানটি ও কাছে থাকা স্মার্ট ফোন নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেয়। এ ঘটনায় ইমারত শেখের বাবা জাহিদ শেখ বাদী হয়ে শনিবার (৮ মে) বোয়ালমারী থানায় অজ্ঞাতদের নামে মামলা করেন। মামলা নং৬। মামলার পর পুলিশ গোপন সূত্রে ছিনতাইকরি ইকবাল শেখকে উপজেলার ময়না ইউনিয়নের বিলসরাইল গ্রামের শশুর বাড়ি থেকে শনিবার রাতে আটক করে। ইকবালের শিকারোক্তি অনুযায়ী বাকি তিনকে আটক করে এবং ভ্যান, স্মার্ট ফোন উদ্ধার করে।
এ ব্যাপারে এসআই ইব্রাহিম পাটোয়ারী বলেন, ভ্যান ছিনতাইকারী ইকবালের সিকারোক্তি অনুযায়ী চারজনকে আটক করে রবিবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে। ছিনতাইকৃত ভ্যান ও মোবাইল উদ্ধার করা হয়েছে এবং আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে আবেদন করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright: 2020 -2023 “দৈনিক আজকাল” রাজ কুঠির একটি অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Fahim Mahmud