নুসরাত জাহান এর সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই এবার যশ দাশগুপ্তের সঙ্গে নাম জড়ালো মধুমিতা সরকারের সোশ্যাল মিডিয়ায় যশ-মধুমিতার নতুন পোস্ট ঘিরে নতুন চর্চা শুরু করেছেন তাদের ভক্তরা । কিন্তু ব্যাপারটা কী? নতুন প্রেম? আজ্ঞে নাহ, এ প্রেম রিয়েলে নয়, পর্দায় । শোনা যাচ্ছে, ফের পর্দায় ফিরছেন ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকের ‘অরণ্য’ আর ‘পাখি’। তবে এবার আর ছোটপর্দায় নয়, SVF-র হাত ধরে বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকার শনিবার যশ-মধুমিতার একসঙ্গে ছবি দিয়ে টুইটার পোস্টটিও করেছেন SVF-র অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনি। লেখেন, ”কিছু একটা পাকছে।” আর সেই টুইটটি শেয়ার করছে যশ।তবে যশ ও মধুমিতা একসঙ্গে ফের কোন ছবিতে কাজ করছেন, পরিচালক কে? কবে থেকে কাজ শুরু? এসব কিছুই নিজের টুইটে খোলসা করেননি মহেন্দ্র সোনি
‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকের দৌলতে ‘অরণ্য’ আর ‘পাখি’র রসায়ন দর্শকমহলে হিট হলেও একসময় শোনা গিয়েছিল ব্যক্তিগতভাবে যশ-মধুমিতার সম্পর্ক মোটেও ভালো নয়। যদিও সে গুঞ্জন উড়িয়ে দিয়ে একসময় যশ নিজেই জানিয়েছিলেন, তিনি আর মধুমিতা ঘনিষ্ঠ বন্ধু না হলেও তাঁদের সম্পর্ক পেশাদার। তবে এবার বড়পর্দায় যশ-মধুমিতার রসায়ন কতটা মন কাড়ে সেটাই দেখার বিষয়।