1. almasbepary52@gmail.com : Almas Bepary : Almas Bepary
  2. musafirmostofa2@gmail.com : Nazmul Hossain : Nazmul Hossain
  3. rajkutir17@gmail.com : Abu Sayed : Abu Sayed
  4. admin@ajkalbd.news : Admin : Admin
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ছেলের হাতে মা খুন। মহম্মদপুরে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুনমুন খান এর প্রেস ব্রিফিং টঙ্গী রেলওয়ে স্টেশনের আশপাশে আবাসিক হোটেল গুলোতে চলছে যৌন ব্যবসা বগুড়া চারমাথা আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজে আটক ১২ চালু হলো পেনসন স্কিমের হেল্পডেস্ক বরিশালের গৌরনদীতে মহম্মদপুরে সড়কে দুর্ঘটনায় এক প্রধান শিক্ষকের মৃত্যু ফরিদপুরের মধুখালীতে “সামাজিক সম্প্রীতি” কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় সোনাইমুড়ীতে সবক অনুষ্ঠান সম্পন্ন ফেসবুকে পোস্ট দিয়ে কোলের শিশু সন্তানসহ ট্রেনের নিচে মা ছেলের আত্মহত্যা
ব্রেকিং নিউজ:
ছেলের হাতে মা খুন। মহম্মদপুরে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুনমুন খান এর প্রেস ব্রিফিং টঙ্গী রেলওয়ে স্টেশনের আশপাশে আবাসিক হোটেল গুলোতে চলছে যৌন ব্যবসা বগুড়া চারমাথা আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজে আটক ১২ চালু হলো পেনসন স্কিমের হেল্পডেস্ক বরিশালের গৌরনদীতে মহম্মদপুরে সড়কে দুর্ঘটনায় এক প্রধান শিক্ষকের মৃত্যু ফরিদপুরের মধুখালীতে “সামাজিক সম্প্রীতি” কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় সোনাইমুড়ীতে সবক অনুষ্ঠান সম্পন্ন ফেসবুকে পোস্ট দিয়ে কোলের শিশু সন্তানসহ ট্রেনের নিচে মা ছেলের আত্মহত্যা

প্রেক্ষাগৃহে প্রদর্শিত হল ২১ ঘন্টার চলচ্চিত্র “আমরা একটা সিনেমা বানাবো”

  • প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ১৯৬ বার পড়া হয়েছে

আর কে আকাশঃ চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীকে মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পাবনা শহরে টিকে থাকা একমাত্র প্রেক্ষাগৃহ ঐতিহ্যবাহী “রুপকথা” সিনেমা হলে ১৯ ও ২০ জুলাই একটানা প্রদর্শিত হয়ে গেল ইমপ্রেস টেলিফিল্ম  প্রযোজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশিরের “আমরা একটা সিনেমা বানাবো”, যা ইতিমধ্যেই বিশ্বের ইতিহাসে দীর্ঘতম ফিকশন চলচ্চিত্র হিসাবে স্বীকৃতি লাভ করেছে উইকিপিডিয়া, দ্যা গার্ডিয়ান-সহ দেশ ও বিদেশের নানা-গণমাধ্যমে।  ওইদিন আনুষাঙ্গিক বিরতি দিয়ে এক টানা ২১ ঘন্টা দৈর্ঘের চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়।

পাবনা ফিল্ম সোসাইটির আয়োজনে প্রধান অতিথি হিসাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক জনাব কবির মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ.বি.এম. ফজলুর রহমান, রুপকথা সিনেমা লি: ও ইউনিভার্সাল গ্রুপের স্বত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি ড. সোহানি হোসেন, মাছরাঙা টেলিভিশনের উত্তরবঙ্গ ব্যুরো চিফ উৎপল মির্জা। সভাপতিত্ব করেন পাবনা ফিল্ম সোসাইটি’র প্রধান সমন্বয়ক খালেদ হোসেন পরাগ।  অনুষ্ঠানে সরাসরি যোগ দেন নির্মাতা আশরাফ শিশির।

সম্পূর্ণ সাদাকালোয় নির্মিত চলচ্চিত্রটির কাহিনী গড়ে  উঠেছে এমন এক জনপদকে ঘিরে, যেখানে রয়েছে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধী শক্তির আবার মাথাচাড়া দিয়ে উঠলে রাজনৈতিক ও সামাজিক অবক্ষয়ের মধ্যে কয়েকজন নিষ্পাপ মানুষের সিনেমা নিয়ে বিপ্লবী হয়ে ওঠা এবং স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প। এ বিষয়ে পরিচালক বলেন, তৃতীয় বিশ্বের ছোট্ট একটি দেশের ছোট্ট একটি শহরে আমাদের যে জীবন, তা ভীষণ সাদাকালো।  আমরা যে স্বপ্নটুকু দেখি তা কিছুটা রঙ্গিন।  জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ মূলত: নিষ্পাপ, শুধুমাত্র পরিস্থিতি- পারিপার্শ্বিকতার কারণে তারা অনেক অন্যায় করতে বাধ্য হয়। সিনেমা বানানোর বিপ্লবের পাশাপাশি এখানে এমন এক নিষ্পাপ মানুষের গল্প রয়েছে, যে জীবনে একটি পিঁপড়াকেও হত্যা করেনি, অথচ ছবির শেষে সে একজনকে খুন করে ফেলে এমন এক নারীর জন্য যাকে সে কোনদিনও দেখেনি।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুমনা সোমা, স্বাধীন খসরু, মাসুম আজিজ,আয়শা মুক্তি, প্রাণ রায়,তেরেসা চৈতি, , এলিনা শাম্মী, অরণ্য রানা, দুখু সুমন, জান্নাত সোমা, ইমরান, স্মরণ , সৈকত, ইয়াসিন, টিটো, সানসি, অর্নব খান, সাচ্চু, লিজা, মানিক, সজীব, নুপুর, সুজয়, রাব্বী, উজ্জ্বল,দীপ, সাদ্দাম,তুয়া, তুর্য, মাঈশা, মিমো, মিন্টু, মানিক, লিটন, শুভ, অলক, ভাস্কর, সম্রাট, আজাদ সহ চার হাজার শিল্পী।  আবহ সঙ্গীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ।  চিত্রগ্রহণ করেছেন মোহম্মদ আশরাফুল, সমর ঢালী ও সাব্বির।  প্রধান শিল্প নির্দেশক সলিল মজুমদার।  গানে কন্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু, নীলাদ্রি ব্যানার্জী, এলিটা, শোয়েব, রাজু (সহজিয়া), শিরোনামহীন, সুবীর নন্দী, সামিরা আব্বাসী, তুলিপ সেনগুপ্ত, অর্নব খান।  গানগুলোর সঙ্গীত পরিচালনায় ছিলেন শিরোনামহীন ব্যান্ডের জিয়াউর রহমান জিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright: 2020 -2023 “দৈনিক আজকাল” রাজ কুঠির একটি অঙ্গ প্রতিষ্ঠান।
Design By Fahim Mahmud